কেন এই পাতা

পানুর ইচ্ছা, লেখক হইবেন । বাঙালি, লেখক না হইতে পারিলে নমো নমো করিয়া পাতের সংস্থান যদি বা হয় জাত রক্ষা হয় না - যথা আঁটকুড়া কুলীন । পানু বিস্তর পরিশ্রম করিলেন । দিস্তা দিস্তা রচনাবলী, অমনিবাস চিবাইলেন । প্রথমে কাব্য টানিয়াছিল, কারণ রস - রসে পাঁউরুটি ভিজিল না । পানু ঘটা করিয়া কিছুদিন রবীন্দ্রসঙ্গীত লিখিলেন (ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতিরম্যায়, আট হাজার বাষট্টি টাকার দরজা, খর্চা কে দ্যায় ! অথবা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চৌমাথার মোড়ে দিব পেন্টুল খুলিয়া) হাউ হাউ করিয়া লোকে মারিতে আসিল । সমস্ত অবজ্ঞা করিয়া পানু লিখিয়া চলিলেন । যদ্যপি পানুর কলমের তোড়ে কাব্যলক্ষী কোঁ কোঁ, সম্পাদকের দপ্তরে চিঁড়া ভিজিল না । অতঃপর পানুর দুঃখে ব্যাবেজ সায়েব কম্পিউটার আবিষ্কার করিলেন । বাজারে ব্লগ আসিল । পানু ব্লগার হইলেন । এই পাতা পানুর পাতা । যা তা ।

Sunday, June 7, 2015

ডেকে দিও (লিরিক)



ঘুমিয়ে থাকব, ঋতুর দিকে পিঠ ফিরে
ঘুমিয়ে থাকব, ক্ষতের ভেতর পাশ ফিরে
হেমন্ত এলে ডেকে দিও, পৃথিবী পুরোনো হলে ডেকে নিও

আমি, থাকব কড়া নাড়ার শব্দে
সকালবেলার শব্দজব্দে
শুনো

আমি, থাকব মিছিল তপ্ত হলে
রাবার বুলেট  জ্যান্ত হলে
শুনো

ঘুমিয়ে থাকব, তিনহাত জলের গভীরে
ঘুমিয়ে থাকব, প্রকান্ড শহরের ভীড়ে
হেমন্ত এলে ডেকে দিও, স্মৃতিরা পাথর হলে ডেকে দিও

আমি থাকব, তোমার সারল্যতে
বাঁধব তোমার জুতোর ফিতে
জেনো

আমি, থাকব তোমার মুখ ফেরানোয়
অন্ধকারের কাঠ কাঠামোয়
জেনো

ঘুমিয়ে থাকব, ঋতুর দিকে পিঠ ফিরে
ঘুমিয়ে থাকব, ক্ষতের ভেতর পাশ ফিরে
হেমন্ত এলে ডেকে দিও, পৃথিবী পুরোনো হলে ডেকে নিও

ঘুমিয়ে থাকব, তিনহাত জলের গভীরে
ঘুমিয়ে থাকব, প্রকান্ড শহরের ভীড়ে
হেমন্ত এলে ডেকে দিও, স্মৃতিরা পাথর হলে ডেকে দিও

1 comment: