কেন এই পাতা

পানুর ইচ্ছা, লেখক হইবেন । বাঙালি, লেখক না হইতে পারিলে নমো নমো করিয়া পাতের সংস্থান যদি বা হয় জাত রক্ষা হয় না - যথা আঁটকুড়া কুলীন । পানু বিস্তর পরিশ্রম করিলেন । দিস্তা দিস্তা রচনাবলী, অমনিবাস চিবাইলেন । প্রথমে কাব্য টানিয়াছিল, কারণ রস - রসে পাঁউরুটি ভিজিল না । পানু ঘটা করিয়া কিছুদিন রবীন্দ্রসঙ্গীত লিখিলেন (ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতিরম্যায়, আট হাজার বাষট্টি টাকার দরজা, খর্চা কে দ্যায় ! অথবা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চৌমাথার মোড়ে দিব পেন্টুল খুলিয়া) হাউ হাউ করিয়া লোকে মারিতে আসিল । সমস্ত অবজ্ঞা করিয়া পানু লিখিয়া চলিলেন । যদ্যপি পানুর কলমের তোড়ে কাব্যলক্ষী কোঁ কোঁ, সম্পাদকের দপ্তরে চিঁড়া ভিজিল না । অতঃপর পানুর দুঃখে ব্যাবেজ সায়েব কম্পিউটার আবিষ্কার করিলেন । বাজারে ব্লগ আসিল । পানু ব্লগার হইলেন । এই পাতা পানুর পাতা । যা তা ।

Monday, December 8, 2014

দু'বসন্ত



বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
নিখিল কে নিহিল করলে সন্দেহে  সন্দেহে

হয়ত দেখার ভুল তবুও দেখতে
পাই নিহিল বিশ্বেও  জল পড়ে পাতা নড়ে
ফুল ফোটে চাঁদ ওঠে  বিশেষ্য ক্রিয়াশীল হয়

গতির নিয়মের বিপরীতে গিয়ে
কিছুটা তো প্রামাণ্য পায়

আর তুমি স্ক্যান্ডাল নীল জলে স্নান করে
পরিচ্ছন্ন  হয়ে ওঠ
শিস দিতে দিতে ম্যাটারনিটি ওয়ার্ড
পার হও   চাবি খুলে ঢুকে যাও লাভ হোটেলে


বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
বস্তুবাদে আক্রান্ত হয়েও কেমন বস্তু থেকে ক্ষমা
চেয়ে  নিষ্ক্রান্ত হলে 
ওবেসিটি ক্লিনিকের কুড়াদানি স্নেহ থেকে
এথিক্যাল ক্লিয়ারেন্সের নখড়া
টপকে  তাকে কোলাজিনেস দিলে স্টেম সেল
যত্নে তুললে কালচার ডিশে  মানে বরণ করলে    যাকে বলে
তেল ও সিন্দুর সহ দূর্বা ও চন্দনে
মিডিয়াম থেকে ছুটে যাচ্ছে সিগন্যাল
রিসেপ্টরের দিকে

কোষের নিজেরই এক এথিক্যাল প্রশ্নপত্রে
সায় দিতে ধরাশায় দিতে...

Monday, December 1, 2014

আরো কিছু বসন্ত



বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
অথচ বাগানের কান ঘেষে  উড়ে গেল বেলুন
মেডিক্লেম ছুঁড়ে দিয়ে গেল
কিছুটা হেলান ছুঁড়ে দিল
সটান চেয়ারে

মোমের মানুষ আর তার
মোমের আঙুল  ঘষা কাচ আর 
এক অস্পষ্ট চন্দ্রোদয় ৭টা ২২শে
তরঙ্গ এল       কিছুটাতো ধরা পড়ে

মেলাতে মেলানোতে    রেডিও স্টেশন
থেকে কুকুর ডাকছে, হাড্ডি ডাকছে
এমন কী কামড় থেকেও

একটা প্রভূত ডাক ওঁত পেতে ছিল
আউটডেটেড স্তনে  আর একটা
অথচ  নিয়ে  আশা ছিল  সংবেদ ছিল
তবু করলে না ভালো

বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
একটা এলিট কাঠামোয় ঢুকে গেলে
ঘুরে ফিরে অপারগ হলে আর কাঁঠাল খেলে না
আর চেনা রাত্তিরে মাধবীবিতানে ককটেল পার্টিতে

গানও গাইলে-- আয় বনফুল ডাকিছে মলয়
অ্যান্ড বিকজ মলয় ওয়াজ হাংরি   বনফুল থেকে প্রাদেশিক
শুয়োর দাবনা বাড়িয়ে দিল হ্যাম ও বেকন খেনু
সসেজ সালামি খেনু   অল্প একটু মিন্ট সেজ অরিগ্যানো সিজনিং

সহ  আর কাঁঠাল হল না এমন কী সঘন জ্যৈষ্ঠে
পোঁদপচা ভাপে  গুরুগুরু গগনে গরজে
আমার তো হল না রে ভালো 

বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
ভালো করে দিলে
অথচ কে
তবু কে

কিন্তু পরন্ত ইত্যাদি প্রভৃতি
সবাই কে ভালো করে দিলে
এমন কী পর্দার রড থেকে
ঝুলে পড়া ফাঁস তাকেও তো সম্প্রীতি

দিলে কিছুটা কারুণ্যে   রক্ত কে
চোয়াল বাড়িয়ে দিলে
বিশ্ব ফিশ্ব থেকে মাধবীলতার দল
শিরদাঁড়া বরাবর ওঠে

গ্রন্থি বা সাপোর্ট ছাড়াই  
কাঁটাহীন লতানো বাগানে
আমার কবিতাকে অব্যবহার দিয়ে
প্রচূর দাগিয়ে দিলে

সাদা পাতা নুনে ভরে দিলে