কেন এই পাতা

পানুর ইচ্ছা, লেখক হইবেন । বাঙালি, লেখক না হইতে পারিলে নমো নমো করিয়া পাতের সংস্থান যদি বা হয় জাত রক্ষা হয় না - যথা আঁটকুড়া কুলীন । পানু বিস্তর পরিশ্রম করিলেন । দিস্তা দিস্তা রচনাবলী, অমনিবাস চিবাইলেন । প্রথমে কাব্য টানিয়াছিল, কারণ রস - রসে পাঁউরুটি ভিজিল না । পানু ঘটা করিয়া কিছুদিন রবীন্দ্রসঙ্গীত লিখিলেন (ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতিরম্যায়, আট হাজার বাষট্টি টাকার দরজা, খর্চা কে দ্যায় ! অথবা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চৌমাথার মোড়ে দিব পেন্টুল খুলিয়া) হাউ হাউ করিয়া লোকে মারিতে আসিল । সমস্ত অবজ্ঞা করিয়া পানু লিখিয়া চলিলেন । যদ্যপি পানুর কলমের তোড়ে কাব্যলক্ষী কোঁ কোঁ, সম্পাদকের দপ্তরে চিঁড়া ভিজিল না । অতঃপর পানুর দুঃখে ব্যাবেজ সায়েব কম্পিউটার আবিষ্কার করিলেন । বাজারে ব্লগ আসিল । পানু ব্লগার হইলেন । এই পাতা পানুর পাতা । যা তা ।

Monday, August 8, 2011

Morning sky

Morning sky
-------------------
Tall mornings, toasting bread, coffee-simmer
An open book, an optimum crow
Beaks open to sky
A murky sky, open to lengthy propositions
(The violinist who passed an audition
To play in front of Brochant subway called himself “Kalidas”)
The sky devoid of its tall claims
Is merely a mourning ground
For limits pruning themselves clean
Amongst wishes non grata
Claims walk this world, they devalue everything
And loss is a habitat in its own right
Sustaining us who are prone to
Adequation on cloudy mornings
Calculating dissipations that occluded
Judgments all summer
Among tribulations
A morning is all a slaughterhouse can claim
Of calm and untidy deaths
Emanating, permeating into local bakeries
Hands, gestures, values
Kinetics of tongues lost in translation
Of space and closed skies
And windows clouding the sky

No comments:

Post a Comment