কেন এই পাতা

পানুর ইচ্ছা, লেখক হইবেন । বাঙালি, লেখক না হইতে পারিলে নমো নমো করিয়া পাতের সংস্থান যদি বা হয় জাত রক্ষা হয় না - যথা আঁটকুড়া কুলীন । পানু বিস্তর পরিশ্রম করিলেন । দিস্তা দিস্তা রচনাবলী, অমনিবাস চিবাইলেন । প্রথমে কাব্য টানিয়াছিল, কারণ রস - রসে পাঁউরুটি ভিজিল না । পানু ঘটা করিয়া কিছুদিন রবীন্দ্রসঙ্গীত লিখিলেন (ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতিরম্যায়, আট হাজার বাষট্টি টাকার দরজা, খর্চা কে দ্যায় ! অথবা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চৌমাথার মোড়ে দিব পেন্টুল খুলিয়া) হাউ হাউ করিয়া লোকে মারিতে আসিল । সমস্ত অবজ্ঞা করিয়া পানু লিখিয়া চলিলেন । যদ্যপি পানুর কলমের তোড়ে কাব্যলক্ষী কোঁ কোঁ, সম্পাদকের দপ্তরে চিঁড়া ভিজিল না । অতঃপর পানুর দুঃখে ব্যাবেজ সায়েব কম্পিউটার আবিষ্কার করিলেন । বাজারে ব্লগ আসিল । পানু ব্লগার হইলেন । এই পাতা পানুর পাতা । যা তা ।

Sunday, August 28, 2011

রাজহাঁস ( আ ট্রিবিউট টু শক্তি চট্টোপাধ্যায়)





সকাল আমার ভালো লাগে বেশ
আরো ভালো লাগে প্রাতরাশ
মাথার ভেতর রোজ সরোজিনী
চুরি করে সাদা রাজহাঁস

শুধু চোখ মেলে দেখা, এই হাঁস স্পর্শ করা নয়
সরোজিনী বুঝেছিল, শুধু তার বোঝেনি হৃদয়

মাংসে আমার আপত্তি নেই কোন
দাঁতের ফাঁকে আটকে থাকে স্পৃহা
জিভের ডগায় বাস করে কসাই
ঝানু এবং পাগলাটে মসীহা

শুধু চোখ মেলে দেখা, এই হাঁস স্পর্শ করা নয়
সরোজিনী বুঝেছিল, শুধু তার বোঝেনি হৃদয়

আমার কোন সমস্যা নেই জেন
আমার ঘরে দুঃখ বারোমাস
আমার সকাল জুড়ে সরোজিনীর
পাঁজর ফেটে ডানা—রাজহাঁস

শুধু চোখ মেলে দেখা, এই হাঁস স্পর্শ করা নয়
সরোজিনী বুঝেছিল, শুধু তার বোঝেনি হৃদয়

আমার কোন প্রতীক্ষা নেই জেন
অবসরের মাথায় বাধা ঝুঁটি
চাকু বাঁধা তড়িৎ পায়ে গান
ঘুমিয়ে থাকে জাপটে ধরে টুঁটি

শুধু চোখ মেলে দেখা, এই হাঁস স্পর্শ করা নয়
সরোজিনী বুঝেছিল, শুধু তার বোঝেনি হৃদয়

No comments:

Post a Comment