কেন এই পাতা

পানুর ইচ্ছা, লেখক হইবেন । বাঙালি, লেখক না হইতে পারিলে নমো নমো করিয়া পাতের সংস্থান যদি বা হয় জাত রক্ষা হয় না - যথা আঁটকুড়া কুলীন । পানু বিস্তর পরিশ্রম করিলেন । দিস্তা দিস্তা রচনাবলী, অমনিবাস চিবাইলেন । প্রথমে কাব্য টানিয়াছিল, কারণ রস - রসে পাঁউরুটি ভিজিল না । পানু ঘটা করিয়া কিছুদিন রবীন্দ্রসঙ্গীত লিখিলেন (ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতিরম্যায়, আট হাজার বাষট্টি টাকার দরজা, খর্চা কে দ্যায় ! অথবা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চৌমাথার মোড়ে দিব পেন্টুল খুলিয়া) হাউ হাউ করিয়া লোকে মারিতে আসিল । সমস্ত অবজ্ঞা করিয়া পানু লিখিয়া চলিলেন । যদ্যপি পানুর কলমের তোড়ে কাব্যলক্ষী কোঁ কোঁ, সম্পাদকের দপ্তরে চিঁড়া ভিজিল না । অতঃপর পানুর দুঃখে ব্যাবেজ সায়েব কম্পিউটার আবিষ্কার করিলেন । বাজারে ব্লগ আসিল । পানু ব্লগার হইলেন । এই পাতা পানুর পাতা । যা তা ।

Friday, December 28, 2012

প্যারোডি


বিধিবত, প্রথাগত অগ্নিনির্বাপক ওরফে ডিস্ক্লেইমারঃ বাঙ্গালা ভাষা হইতে প্যারোডিশিল্পর অন্তর্ধান দেখিয়া পানু দুঃখিত । ভাবিলেন কিচু করা দরকার । শ্রীরামকৃষ্ণ বলিয়া গিয়াছেন—চ্যারিটি বিগিন্স এট হোম । ফলে পানু নিজেই চেষ্টায় নামিলেন । মাইকেল-এ অশ্রদ্ধা এ লেখার উদ্দেশ্য নহে । হে মধুসূদন মাফ করিবেন ।

হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন; –
(কানা, বোঁচা, খ্যাঁদা, ছোঁচা, প্যাঁচা্‌ল, খোকন)
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
(বিলাতের পথে খুঁজি টম, ডিক, হ্যারি)
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
(বেলপত্রে তেল দিয়া ভুলি নিজ ধন)
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
(প্রমোদ করের হেতু বাঁধা গাড়ি বাড়ি)
কাটাইনু বহুদিন সুখ পরিহরি!
(একবেলা শাক ভাত আলু ছিম বড়ি)
অনিদ্রায়, নিরাহারে সঁপি কায়, মনঃ
(ভিটামিনাভাবে তনু পাকাইয়া শন)
মজিনু বিফল তপে অবরেণ্যে বরি; –
(লায়লা ধরিতে গিয়া প্যায়লা’রে ধরি)
কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন!
(হাজা, দাদ, চুলকানি, ইনফেকশন)
স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে
(ছুঁসনে ছুঁসনে-- যদি আমারেও ধরে)
ওরে বাছা মাতৃ-কোষে রতনের রাজি,
(ছুঁসনে অলপ্পেয়ে বেয়াদপ পাজি)
এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?
(রকেট ছাড়িয়ে কেন ছোঁড় ছুঁচোবাজি)
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!
(গোমুতে আঁচাও বাছা, নাহাও গোবরে)
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
(ব্রান্ডিমত বিসর্জিয়া বাংলামত চালে)
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মনিজালে।।
(রতন হইয়া বাঁচো রতনের ভালে)

No comments:

Post a Comment