কেন এই পাতা

পানুর ইচ্ছা, লেখক হইবেন । বাঙালি, লেখক না হইতে পারিলে নমো নমো করিয়া পাতের সংস্থান যদি বা হয় জাত রক্ষা হয় না - যথা আঁটকুড়া কুলীন । পানু বিস্তর পরিশ্রম করিলেন । দিস্তা দিস্তা রচনাবলী, অমনিবাস চিবাইলেন । প্রথমে কাব্য টানিয়াছিল, কারণ রস - রসে পাঁউরুটি ভিজিল না । পানু ঘটা করিয়া কিছুদিন রবীন্দ্রসঙ্গীত লিখিলেন (ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতিরম্যায়, আট হাজার বাষট্টি টাকার দরজা, খর্চা কে দ্যায় ! অথবা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চৌমাথার মোড়ে দিব পেন্টুল খুলিয়া) হাউ হাউ করিয়া লোকে মারিতে আসিল । সমস্ত অবজ্ঞা করিয়া পানু লিখিয়া চলিলেন । যদ্যপি পানুর কলমের তোড়ে কাব্যলক্ষী কোঁ কোঁ, সম্পাদকের দপ্তরে চিঁড়া ভিজিল না । অতঃপর পানুর দুঃখে ব্যাবেজ সায়েব কম্পিউটার আবিষ্কার করিলেন । বাজারে ব্লগ আসিল । পানু ব্লগার হইলেন । এই পাতা পানুর পাতা । যা তা ।

Friday, May 25, 2012

বঙ্কিম কমল

প্রসন্ন আসিয়া আসিয়া দাঁড়াইয়া ভ্রূভঙ্গি করিতেছে, বিড়ালের ভ্রুক্ষেপ নাই । বিড়াল দূরদর্শনে বঙ্গদর্শন চ্যানেলে শ্রীল শ্রীযুক্ত ভপ্পি লাহিড়ি ও ভিদ্যা পালানের যৌথ প্রযোজনাকৃত "মালিনি লো সই" সঙ্গীতটি নৃত্যসহকারে দেখিতেছিল । প্রসন্ন ঠক করিয়া দুধের গেলাস নামাইয়া রাখিতে বিড়ালের সম্বিত ফিরিল -- আঃ মোলো যা ! বিড়াল হইয়া জন্মাইয়াছি বলিয়াই কী দুধ অপেক্ষা গতি নাই ?ডার্লিং, কিঞ্চিত মার্টিনি নিয়া আইস, অভাবে, তাড়ি ! তা কমলাকান্ত কোন চুলায় ? তেনারও কী অবসর বলিয়া কিছু নাই ? সরকার আপিম বাজেয়াপ্ত করিয়াছে বলিয়া কী দিবারাত্র পিটিশানই লিখিতে হইবে !

 প্রসন্ন মুখ ভেঁচকাইয়া বলিল--সাংবিধানিক গণতন্ত্রে আবার পিটিশানে কাজ হয় না-কী ! সে আশায় জলাঞ্জলি দিয়া বামুনের পো নভেল  লেখা ধরিয়াছিল । আজ সক্কাল সক্কাল কলকাতার নজরুল মঞ্চের বাবুরা হিড় হিড় করিতে করিতে তাঁহারে টানিয়া লইয়া গেছেন । নির্ঘাত বামুনরে আজ পুরষ্কার টুরষ্কার কিছু একটা দেওয়া হইবে । মাছওলা বলিতেছিল, সেইসাথে সরকার বাহাদুর বামুনের আপিমের পুঁটুলিও ফিরত দেবার কথা বিবেচনা করিবে বলিয়া কথা দিয়াছে ।
--------------

বঙ্গদর্শনে ঘোষনা ঃ বাবু কমল চক্রবর্তী ২০১২-র বঙ্কিম পুরষ্কার পাইতেছেন । অদ্য তীব্র প্যাচপ্যাচে গরমে মাহেন্দ্র সান্ধ্যক্ষণে, নজরুল মঞ্চে তাঁহাকে সম্বর্ধনা ও পুরষ্কারে ভূষিত করা হইবে । প্রসন্ন এন্ড বিড়াল নট এলাওড :-)

-----------------
পানুর নির্ঘোষ ঃ কৌরবের যৌথ প্রতিষ্ঠাতা ও স্টলওয়ার্ট কমলদা ২০১২-র বঙ্কিম পেলেন ! থ্রী চিয়ার্স ফর কমল । থ্রী  চিয়ার্স   ফর কৌরব ।

No comments:

Post a Comment