তুমি কুরুশ কাঁটায় বস
বোবা গান
তুমি কলতলাতে এস
বোবা গান
তুমি শিউলি হয়ে ঝর
বোবা গান
তুমি আয়নাতে মুখ ধর
সাঁঝ লাগে ঝিঙাফুলে
সাঁঝ ভাসে মদে
সাঁঝ এসে টান মেরে যায়
ঘুমন্ত পারদে
বোবা গান
তুমি নক্সা করায় দড়
বোবা গান
তুমি আমার গলায় মর
দিন থাকে অসঙ্গত
রাত থাকে বাকী
রোজ ভোরে খুন করে যায়
সোনার বরণ পাখি
বোবা গান
তুমি আমার কথা বল
বোবা গান
তুমি তেষ্টা হয়ে চল
বোবা গান
তুমি নক্সা করায় দড়
বোবা গান
তুমি আমার গলায় মর
তুমি শিউলি হয়ে ঝর
বোবা গান
তুমি আয়নাতে মুখ ধর
সাঁঝ লাগে ঝিঙাফুলে
সাঁঝ ভাসে মদে
সাঁঝ এসে টান মেরে যায়
ঘুমন্ত পারদে
বোবা গান
তুমি নক্সা করায় দড়
বোবা গান
তুমি আমার গলায় মর
দিন থাকে অসঙ্গত
রাত থাকে বাকী
রোজ ভোরে খুন করে যায়
সোনার বরণ পাখি
বোবা গান
তুমি আমার কথা বল
বোবা গান
তুমি তেষ্টা হয়ে চল
বোবা গান
তুমি নক্সা করায় দড়
বোবা গান
তুমি আমার গলায় মর
No comments:
Post a Comment