প্রিয়
সম্পাদক,
প্রবল গ্রীষ্মের মধ্যে শীতের প্রসঙ্গ,
বসন্তের কথা এতটুকুই আমাদের, সুখী মানুষেরা বিচ্ছেদের কথা বলে, আলো নিভিয়ে হিজর-এর
গান শোনে অন্ধকারের ভেতরে বাদলা পোকা ওড়ে অন্তহীন—আমি এতদিনে
জেনে গেছি কমপ্লিকেশান-ই একমাত্র বাস্তব, বাকীটুকু ভাতঘুমের মত জৈবিক—যা বস্তুর
চেতন থেকে অজানিতেই দূরে ঢলে পড়ে। প্রিয় সম্পাদক, বাস্তবের বাইরে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে বুক
ওঠে, নামে আমি তার সাথে অবিচ্ছেদ্য জুড়ে আছি—ফলে এই
রিদম থেকে বিচ্যুত হয়ে নিজের হাতের থেকে সরে এসে পেথিডিনের সিরিঞ্জ নিয়ে খেলা করা ঘোলাটে
বেড়ালের দিকে চটিও ছুঁড়তে পারি না...
No comments:
Post a Comment