প্রিয়
সম্পাদক,
কখন
যে ধাতু হয়ে উঠলো বাতাস, জ্যোৎস্নায় ঢুকে গেল পাথরের স্পেসে—সেই খান থেকেই
এ’লেখার শুরু—এ’লেখার শেষটুকু সেখানেই যাবে। এর চেয়ে অলংকার
সোজা, এমনকী
যাদু-বাস্তব নিয়ে রূপক নিয়ে আমাদের নড়াচড়াও কখন প্রাঞ্জল হয়ে আসে—পংক্তির ছিলা কাঁপে, ভাব কাঁপে—কাঁপুনি সাঙ্গ হলে রিসাইক্লিং-এর দিন ফেরে।
প্রিয় সম্পাদক, আমি
দেখতে পাচ্ছি শেষ বলে কিছু নেই, ঘন্টা রিপিট করছে ঘন্টাকে,
কুন্ঠা রিপিট করছে কুন্ঠাকে—রেললাইনের
পাশে প্রশ্নচিহ্নের ফিরে ফিরে আসা…এটুকুই যৌনতা, এটুকুই জাউভাত আমার…
No comments:
Post a Comment