প্রিয়
সম্পাদক,
চোখ নামিয়ে আনতে হবে, তবেই
দেখতে পাবেন—আমি ধাতুর মত অর্জন করছি ক্ষয়,
ধাতুর মত ব্যর্থ হয়ে উঠছি—নুনজলের জগতে
অসাড় আলোর মধ্যে আধাপ্রবেশ্য পাতলা পর্দা মাত্র হয়ে গেছি। আজ চারিদিকে ছুটি ন্যস্ত
হয়েছে—ঘুম থেকে দেরিতে উঠেছে বেড়াল ও গাড়ির
সেলসম্যান—তারা এক পৃথিবীকে দেখছে, যে
রঙের আড়ালে ফাটা ঠোঁটের যন্ত্রণা লুকিয়ে রাখছে। নাহ, আমাকে ভুল বুঝবেন না আমি
গুণগত অবস্তুসকলে আজ আরোপ করতে চাইছিনা স্পষ্টতা...ইন ফ্যাক্ট স্পষ্টতা আমাকেও
সরিয়ে রেখেছে কবিতার থেকে। কানের মধ্যে আজ কেউ সন্দেহ ঢেলে দিয়ে গেল সেই থেকে
ভারসাম্য হারিয়ে ফেলছি পতনভীতির মধ্যে আপনাকেও হারিয়ে ফেলছি। ভালো আছি প্রিয়
সম্পাদক, পাতলা পর্দা হয়ে, অভিস্রাবণের দ্রাবকের চলাটুকু নিয়ে ভালো আছি,
ব্যক্তিসত্ত্বা না হয়েই ভালো আছি।
No comments:
Post a Comment