প্রিয়
সম্পাদক,
আমি ধৈর্যের মধ্যে বসে আছি,
আপনার বিলম্বের মধ্যে—বাগান থেকে
ফর্ম ডাকছে, আস্তাবল থেকে ঘন ঘন ডেকে উঠছে মোরগ, এথিক্স...। আমরা যা ফেলে যাচ্ছি
সেটাই পৃথিবী-- এও আমাকে স্টাইরোফোমের কাপ থেকে বলে গেল। ঘোলাটে নোশানের মাঝে আমার
ভালো লাগছে আপনার বিলম্ব, ভালো লাগছে আপনার পছন্দ, বাছাইপ্রক্রিয়া—আমি জানি
ইচ্ছের থেকেও বড় শক্তি রয়েছে কোথাও – যে আপনাকে
পাহাড়ের কাছে নিয়ে যায়, সমুদ্রের কাছে, স্তেপে, সাভানায়, বেডরুমে। আমি অ্যাপ্রিসিয়েট
করতে বাধ্য হচ্ছি গতি—সমুদ্রের মধ্যে
ডিসম্যান্টল হয়ে যাওয়া পেচ্ছাপের ফেনা, উপহার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়া মোড়ক আর
শুভেচ্ছা। অথচ আমার ভালো লাগছে এই ধৈর্যের মধ্যে বসে থাকা। আপনার বিলম্বের মধ্যে
ঠায় বসে থাকা...
No comments:
Post a Comment