তুমি গেয়েছিলে তাই এই শূন্যতা, জীর্ণতা
পাবে না কখনো
ফিরতি হাতের টানে ফুটেছে লকেট ফুল
এখনো তখনো
ভীড় করে আসে আলো রাতারাত জ্বলে স্মৃতি
জ্বলে
এলাচের ক্ষেত থেকে কুয়াশা-শহর কথা
বলে
ভাষা তার কবেকার আহতের অনুবাদ শুধু
এই গান শূন্যতা এই গান তল্লাট ধুধু
তুমি গেয়েছিলে তাই এই শূন্যতা, জীর্ণতা
পাবে না কখনো
ফিরতি হাতের টানে ফুটেছে লকেট ফুল
এখনো তখনো
এই গান সাদাখাতা এই গান কলমের ছুটি
নৈশব্দের দিকে এক পা বাড়িয়ে রাখা
টুঁটি
আমাদের পূর্ণতা চিরকাল থাকবে অচেনা
শুধু তোমার শূন্য দিয়ে তোমাকেই বার
বার চেনা
তুমি গেয়েছিলে তাই এই শূন্যতা, জীর্ণতা
পাবে না কখনো
ফিরতি হাতের টানে ফুটেছে লকেট ফুল
এখনো তখনো
No comments:
Post a Comment