একলা মানুষ তুমি
চেয়ারের কাছে ঋণী
পাহাড়ের দিকে মুখ
ভাবো
অবেলা নামাও তুমি
শীত পোষ রোজদিনই
ভ্রান্ত বিকেলে কড়া
নাড়ো
আয়নার সাথে কথা বলতে বলতে তুমি
কাচ হয়ে যাচ্ছ
জেনো ইতিহাস মনে রাখতে রাখতে তুমি
খাদ হয়ে যাচ্ছ
তোমার গভীরতা তোমাকে জাপটে ধরে
ফুসফুসে জল ভরে দেবে
একলা মানুষ তুমি কোথথায় পালাবে
একলা মানুষ তুমি
জমির ভেতরে জমি
পাতা ঝরানোর দিনে
থা্মো
তুঁতবন পার করে
একরাশ ছায়া ঘাড়ে
মুছতে মুছতে সুখ
নামো
ফাটলের কথা ভাবতে ভাবতে তুমি
সেতু হয়ে উঠছ
জেনো ভাঙ্গনের দিনকাল মাপতে মাপতে তুমি
জমাট বেঁধে উঠছ
তোমার স্থবিরতা তোমাকে ধাক্কা দিয়ে
পথ করেই দেবে
একলা মানুষ তুমি কোথথায় পালাবে
কাচ হয়ে যাচ্ছ
জেনো ইতিহাস মনে রাখতে রাখতে তুমি
খাদ হয়ে যাচ্ছ
তোমার গভীরতা তোমাকে জাপটে ধরে
ফুসফুসে জল ভরে দেবে
একলা মানুষ তুমি কোথথায় পালাবে
একলা মানুষ তুমি
জমির ভেতরে জমি
পাতা ঝরানোর দিনে
থা্মো
তুঁতবন পার করে
একরাশ ছায়া ঘাড়ে
মুছতে মুছতে সুখ
নামো
ফাটলের কথা ভাবতে ভাবতে তুমি
সেতু হয়ে উঠছ
জেনো ভাঙ্গনের দিনকাল মাপতে মাপতে তুমি
জমাট বেঁধে উঠছ
তোমার স্থবিরতা তোমাকে ধাক্কা দিয়ে
পথ করেই দেবে
একলা মানুষ তুমি কোথথায় পালাবে
No comments:
Post a Comment