ঘুমিয়ে থাকব, ঋতুর দিকে পিঠ ফিরে
ঘুমিয়ে থাকব, ক্ষতের ভেতর পাশ ফিরে
হেমন্ত এলে ডেকে দিও, পৃথিবী পুরোনো
হলে ডেকে নিও
আমি, থাকব কড়া নাড়ার শব্দে
সকালবেলার শব্দজব্দে
শুনো
আমি, থাকব মিছিল তপ্ত হলে
রাবার বুলেট জ্যান্ত হলে
শুনো
ঘুমিয়ে থাকব, তিনহাত জলের গভীরে
ঘুমিয়ে থাকব, প্রকান্ড শহরের ভীড়ে
হেমন্ত এলে ডেকে দিও, স্মৃতিরা পাথর
হলে ডেকে দিও
আমি থাকব, তোমার সারল্যতে
বাঁধব তোমার জুতোর ফিতে
জেনো
আমি, থাকব তোমার মুখ ফেরানোয়
অন্ধকারের কাঠ কাঠামোয়
জেনো
ঘুমিয়ে থাকব, ঋতুর দিকে পিঠ ফিরে
ঘুমিয়ে থাকব, ক্ষতের ভেতর পাশ ফিরে
হেমন্ত এলে ডেকে দিও, পৃথিবী পুরোনো
হলে ডেকে নিও
ঘুমিয়ে থাকব, তিনহাত জলের গভীরে
ঘুমিয়ে থাকব, প্রকান্ড শহরের ভীড়ে
হেমন্ত এলে ডেকে দিও, স্মৃতিরা পাথর
হলে ডেকে দিও
Darun!
ReplyDelete