প্রিয়
সম্পাদক,
ফর্ম বলতে এক বিকৃত আয়নার কথা মনে
পড়ে—যার মধ্যে দাঁত ঠোঁটের গভীরে ধ্বসে
গেছে আর জিভের ভেতর ঢুকে যাচ্ছে কালো প্রবাহ। ফর্ম বলতে এক গানের সুর মনে পড়ে যার
একাংশ হয়ে আছে গত পাঁচ সাতটা বছর। ফর্ম বলতে সংক্ষিপ্ত মনে পড়ে রাত্রির কথা সাবলীলতার
কথা মনে পড়ে আর গাছের, পাথরের কথা তাদের গোঙ্গানির
শব্দ নিয়ে বেড়ে ওঠার কথা। ইঁট কাঠের কথাও মনে পড়ে, রাত্রের সৈকতে বুনো কুকুরের
ভীড়ে হারিয়ে যাওয়ার কথা মনে পড়ে...
No comments:
Post a Comment