প্রিয়
সম্পাদক,
ব্যথা একটা আভা হয়ে রয়েছে—এরই
মধ্যে আমি খুঁজে বেড়াচ্ছি সুঁচ—দেখতে দেখতে
বাগান থেকে, জাঙ্গাল দেশের থেকে, বাড়িঘর থেকে
রং ঝরে গেল—অথচ ব্যথার রং দ্বিধারই মতন
গাঢ়। আপনি বলছিলেন, দ্বিধা হল অনুন্নয়নের ফসল, আমি বুঝতে পারছি আপনার কথা, হ্যাঁ
নিজেকে দিয়েই—তবে এও দেখছি চিন্তা আর শরীরের
মাঝখানে দোনোমনা নিয়ে যা নড়াচড়া করছে তা-ই জীবন। হ্যাঁ, আমি সব্যসাচী সান্যাল,
উন্নয়নের দিনে আমি বিশ্বাসের বাইরে, প্রবৃত্তির বাইরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আকাশ,
মাটিও দেখতে পাচ্ছি। অথচ মাটিতে শুয়ে আর আকাশের কথা ভাবছি না আর আকাশে পা রেখে
দেয়ার পর মাটির কথা ভাববার সময় পাচ্ছি না।