বসন্তপর্যায়
গেলো, আমাকে করলে না তুমি ভালো
আগ্রহ
থেকে শুরু করে অবশেষে সঞ্চয়ে এলে
ফ্রীজের
শরীরে অন্তর্মুখী হয়ে উঠেছে অক্ষর
ডিপ্রেশানে ইনফিরিওরিটির
ডৌলে—কিছুটা নিবেশ আর
অনেকটা অতর্কিত
একদিন
জটিলতা জন্মসিদ্ধ ছিল
সাইকোসিসের
পাশে বেদানার মত
আর
একদিন জন্ম এসে বসেছিল
ওভেনের
পাশে
জাহাজের
ভাষার ওপর
জলের
ইমিউনিটি নিয়ে
কোথাও
প্রতীত হয়েছিল কুয়াশার দাগ
সুরম্য
থেকে
সবিশেষ
থেকে
বসন্তপর্যায়
গেলো, আমাকে করলে না তুমি ভালো
শুধুমুধু
স্বাতন্ত্র দিয়ে জেরবার করে দিয়ে গেলে
ফাল্গুন
থেকে কাক ডাকছে – একক একক
নেমপ্লেট
থেকে ঝরছে স্মৃতি ও বর্ষাকাল
কীসের
একক যদি সেটুকুই লুকিয়ে রইল
তবে
পরিচয় কোনখানে থাকে
কোনখানে
থাকে ইতস্তত
ভুলে
যাওয়ার দিকে মাথার নিবেশ
স্বরের
ভেতর খামোখাই যতি করে দিলে
ভোরকেও
চিহ্ন করে দিলে
No comments:
Post a Comment