বসন্তপর্যায়
গেলো, আমাকে করলে না তুমি ভালো
জানলা
থেকে হাত নাড়লে
হাত নেই
একথা জেনেও
হাত ও
শরীরের ধারণা ছাড়াই
এমন
জানলা থেকে
যে
আমাকে ভেতর থেকেও নিরাপদ রাখে
পড়াতে
বসায়, বোঝায়, সাম্প্রতিক ইতিহাস নিয়ে
ফেসবুকে
আমার কমেন্টগুলো নিয়ে কেউ কিছু আপত্তিকর
ভেবে
উঠছে না। আমি ফুলদানির থেকে অ্যাকোয়ারিয়াম
থেকে
টবের
ক্যাকটাস মাছের অসন্তুষ্টি থেকে সম্পূর্ণ নিরাপদ...
এমনকী
ফ্রীজের গায়ে চেটকানো বর্ণলিপির থেকেও
অথচ
আমি বাগানের থেকে বেড়ার থেকে...
বেড়ার ওপর জমা বরফের থেকে...
ভারসাম্যহীন বহেড়া গাছের থেকে
...
কেন্দ্রের ওপর জমা প্রান্তিকতার
ঝুলধুলো থেকে...
বসন্তপর্যায়
গেলো, আমাকে করলে না তুমি ভালো
দ্বিধার
বদলে গতি জুড়ে জাড্যতা দিলে
কেমন
সাবলীল খসড়া থেকেই
পূর্ণতা
খুঁজে পেলে প্রস্তাবে এসে
অথচ আমি
দেখেছিলাম—যুক্তির
নিয়ন্ত্রণটুকুই যুক্তি
বাকী তো
ঈশপের খুলির ভেতরে অর্কিডছেঁড়া কুয়াশা
ভালো
করলে না তুমি গঠনের দিনে
ভরকেন্দ্র
অন্যত্র রোপণের দিনে
চেয়ে
দেখলে না
বৃক্ষ যেদিকে
বাড়ে তাপে ও আর্দ্রতায়
No comments:
Post a Comment