বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো
একটা প্রসার দিয়ে গেলে
তরঙ্গ থেকে একটা অবরোহ
ফুটন্ত গালায় বসছে
যেন মোহর যেন
নামের জরীয়া
ঝিলের মর্মে ঢুকে আঙ্গুলের ক্ষত
অনুমেয় হল
একটা আলো হয়ে ছিলে
মৃত খদ্যোতের শেষ প্রতিরোধ হয়ে
ছিলে
ঠান্ডা একটা উঠেছে সূর্য
কুয়াশার ধারণাকে পরিস্ফুট করে
ফেব্রুয়ারির বাঁকে
ঢেকে যাচ্ছে ট্রাফিককিরণ
difficult to understand
ReplyDelete