বসন্তপর্যায়
গেল আমাকে করলে না তুমি ভালো
ওদিকে
তো ক্রিস্টাল হিম সেটল করছে কাশগড়ে
চিনিবাগে উইঘুর বাজার থেকে থৈ থৈ করছে আহত
খচ্চর
সামোভার হান কেরানীর বুটে অভ্যস্ত ফাটল
যেমন
হত্যার কাছে এসে নিসংশয় হয় শিল্প
তেমনই
নিভৃতি ঘাড়ে ফুলে ফলে অন্তরীন হলে
একটা
বিকেল গড়িয়ে নিয়ে যাচ্ছে
রেশম
রূটের ওপর উড়ছে তোমার সুতির শার্ট
যেন
গাজন থেকে কার্তিকের মিথগুলো গুজ্জর
অধ্যুষিত
পাহাড়ে নামল
শেষবার
গ্রীকসেনা এখানেই দেখেছিল আগুনের
ছায়া আর
রেশম ঘাঘরায় দৃঢ় ও সংবদ্ধ নিতম্বশ্রেণী
বসন্তপর্যায়
গেল আমাকে করলে না তুমি ভালো
ছায়ার
প্রকোপ থেকে ছাড়িয়ে আনলে বেতের শরীর
দু’ধারি অর্থ দিয়ে মন্থিত
হলে আর
কেলাসিত হল নিরাবেগ
এই তো
বিপর্যয় বাকীটুকু বোরিং পৃথিবী
বাকীটুকু
সূঁচের ফুটোয় স্মৃতি পারাপার
ঝড়ের
মধ্যিখানে ঝড়ের আওতা থেকে দূরে
রেখে
দেয়া চিবুকের নিবিষ্টতাটুকু
করেছিল চিকচিক
দূরে ও
চোখের
ছাউনি জুড়ে জল ছিল
নাকী
বালি-- আঘাত জানেনি
আঘাতের
শূন্যতা থেকে শূন্যতার ভেলোসিটি থেকে
খুব পালিয়ে
যাচ্ছিল বেহালার ছড়