বিচ্ছিন্ন
হয়ে আছি একটেরে
ভাষার
আদল থেকে স্পেস থেকে
এমন কী
পার্থক্য থেকে
হে
ক্রমাগত দেদার অঘ্রাণ
শকুনের
স্পৃহা পর্যন্ত উড়ে যাচ্ছে
ডেড
লেটার অফিস
পিতলের
তকমা থেকে খসে পড়ছে
কাঠের
করুণা
একটা
মীমাংসা থেকে বিচ্যুত খুব হয়ে আছি
তামার
ইন্দ্রিয় নিয়ে আলগা হয়ে আছে
প্রকাশ
ও প্রকাশের অন্ধকারটুকু
No comments:
Post a Comment