বসন্তপর্যায় গেল আমাকে করলে না
তুমি ভালো
মস্তক থেকে নীচু উঠে গেলে রোদ ও
প্রখর
জ্বর এল ৯৯.৫ অব্দি নব ঘুরল আর
ঘুরল না
সড়াইলা কুকুরের মত স্রেফ জেদে
জেদে বিলুপ্ত
হলে এমন কী বিতরণ ব্যবস্থাও আর
ভ্যালিড
থাকল না জলে সমতলে পাহাড়ে
প্রাকীরে
ক্রাইসিস থেকে অদম্য শিস দিল আর
বলতে কী
আমার কবিতাও বড় নিরুজ্বল কিছুটা
অনচ্ছ
বড় জোর তম্বুরা বড় জোর ঠেকা
এর বেশী প্রকৃতিও জানে অরণ্য
থেকে
থেকে শহরে চারিয়ে যাওয়ার ঝানুতর মেমে
বাকী থাকে গিমা শাক বাকী থাকে
ক্যাসারোলে
গতরাতরুটি আর কিছুটা নির্লিপ্তি
যা
সকালেরই ঠিক সকালেই বেড়ে চেড়ে
ওঠা