বসন্তপর্যায়
গেল আমাকে করলে না তুমি ভালো
অথচ
বাগানের কান ঘেষে উড়ে গেল বেলুন
মেডিক্লেম
ছুঁড়ে দিয়ে গেল
কিছুটা
হেলান ছুঁড়ে দিল
সটান
চেয়ারে
মোমের
মানুষ আর তার
মোমের
আঙুল ঘষা কাচ আর
এক
অস্পষ্ট চন্দ্রোদয় ৭টা ২২শে
তরঙ্গ
এল কিছুটাতো ধরা পড়ে
মেলাতে
মেলানোতে রেডিও স্টেশন
থেকে
কুকুর ডাকছে, হাড্ডি ডাকছে
এমন কী
কামড় থেকেও
একটা
প্রভূত ডাক ওঁত পেতে ছিল
আউটডেটেড
স্তনে আর একটা
অথচ নিয়ে
আশা ছিল সংবেদ ছিল
তবু
করলে না ভালো
বসন্তপর্যায়
গেল আমাকে করলে না তুমি ভালো
একটা
এলিট কাঠামোয় ঢুকে গেলে
ঘুরে
ফিরে অপারগ হলে আর কাঁঠাল খেলে না
আর চেনা
রাত্তিরে মাধবীবিতানে ককটেল পার্টিতে
গানও
গাইলে-- আয় বনফুল ডাকিছে মলয়
অ্যান্ড
বিকজ মলয় ওয়াজ হাংরি বনফুল থেকে প্রাদেশিক
শুয়োর
দাবনা বাড়িয়ে দিল হ্যাম ও বেকন খেনু
সসেজ
সালামি খেনু অল্প একটু মিন্ট সেজ
অরিগ্যানো সিজনিং
সহ আর কাঁঠাল হল না এমন কী সঘন জ্যৈষ্ঠে
পোঁদপচা
ভাপে গুরুগুরু গগনে গরজে
আমার তো
হল না রে ভালো
বসন্তপর্যায়
গেল আমাকে করলে না তুমি ভালো
ভালো
করে দিলে
অথচ কে
তবু কে
কিন্তু
পরন্ত ইত্যাদি প্রভৃতি
সবাই কে
ভালো করে দিলে
এমন কী
পর্দার রড থেকে
ঝুলে
পড়া ফাঁস তাকেও তো সম্প্রীতি
দিলে কিছুটা
কারুণ্যে রক্ত কে
চোয়াল
বাড়িয়ে দিলে
বিশ্ব
ফিশ্ব থেকে মাধবীলতার দল
শিরদাঁড়া
বরাবর ওঠে
গ্রন্থি
বা সাপোর্ট ছাড়াই
কাঁটাহীন
লতানো বাগানে
আমার
কবিতাকে অব্যবহার দিয়ে
প্রচূর
দাগিয়ে দিলে
সাদা
পাতা নুনে ভরে দিলে
No comments:
Post a Comment