২০১৪-র পুস্তকমেলার পরিসংখ্যান বলিতেছে -- পানু সিংহ কতৃক লিখিত পুস্তকরাজির সাকুল্য বিক্রয় ৬ কপি । পুস্তক সংখ্যা ৪ -- ফলে গড়ে প্রত্যেকটি পুস্তক দেড় কপি করিয়া বিক্রয় হইয়াছে । প্রত্যেকটি পুস্তক ৫০০ কপি করিয়া প্রকাশিত হইয়াছিল । অতএব হিসাব করিলে ইহা প্রতীত হয় যে আগামি ১৫০ বছরেও পানু সিংহ-এর কোন পুস্তকেরই আউট অফ প্রিন্ট হইবার সম্ভাবনা নাই । আজিকার হিসাবে এক একটি পুস্তকের মূল্য বড় কম নহে -- ৬০ হইতে ১০০ টাকা -- যাহা যথাক্রমে এক প্যাকেট মেজ ও বড় সিগারেটের সমতুল্য । যাহা্রা সিগারেটে রুচি রাখেন না তাহাদের হিসাবে ইহা ৩-৫ রোল টিস্যু পেপারের সমমূল্য । আজি হতে শতবর্ষ পরে অবধারিত মূদ্রাস্ফীতির কারণে এই পুস্তকগুলির এক একটির মূল্য এক বান্ডিল বিড়ির অধিক হইবে না ইহা নিশ্চিত । যদ্যপি বিড়ির ভবিষ্যত অনিশ্চিত হইবার কারণে স্বাভাবিক কাণ্ডজ্ঞানানুযায়ী, এই সব পুস্তকের মূল্য তৎকালীন বাজারের টিস্যু পেপারের মূল্যের সহিত তুলনা করাই শ্রেয়স্কর । সেই হিসাবে, শতবর্ষ পরে আপামর শিক্ষিত অশিক্ষিত দীন দুঃখী কৃপনসাধারণ নাম মাত্র মূল্যে এক একটি পুস্তক ক্রয় করিয়া মলদ্বার সাফ করিবার কাজে লাগাইতে পারিবেন । ভয় নাই, সমস্ত কবিতাই হেভি মাইল্ড, এবং কাগজের কোয়ালিটি নিয়াও কোন সন্দেহ নাই-- ফলে ছড়িয়া যাইবার যে কোন সম্ভাবনা নাই -- এ গ্যারান্টি খোদ পানু সিংহ-এর ।
কেন এই পাতা
পানুর ইচ্ছা, লেখক হইবেন । বাঙালি, লেখক না হইতে পারিলে নমো নমো করিয়া পাতের সংস্থান যদি বা হয় জাত রক্ষা হয় না - যথা আঁটকুড়া কুলীন । পানু বিস্তর পরিশ্রম করিলেন । দিস্তা দিস্তা রচনাবলী, অমনিবাস চিবাইলেন । প্রথমে কাব্য টানিয়াছিল, কারণ রস - রসে পাঁউরুটি ভিজিল না । পানু ঘটা করিয়া কিছুদিন রবীন্দ্রসঙ্গীত লিখিলেন (ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতিরম্যায়, আট হাজার বাষট্টি টাকার দরজা, খর্চা কে দ্যায় ! অথবা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চৌমাথার মোড়ে দিব পেন্টুল খুলিয়া) হাউ হাউ করিয়া লোকে মারিতে আসিল । সমস্ত অবজ্ঞা করিয়া পানু লিখিয়া চলিলেন । যদ্যপি পানুর কলমের তোড়ে কাব্যলক্ষী কোঁ কোঁ, সম্পাদকের দপ্তরে চিঁড়া ভিজিল না । অতঃপর পানুর দুঃখে ব্যাবেজ সায়েব কম্পিউটার আবিষ্কার করিলেন । বাজারে ব্লগ আসিল । পানু ব্লগার হইলেন । এই পাতা পানুর পাতা । যা তা ।
Panu r khush mejaj er porisonkhyan paiya probhuto anondo pailam sei songe bhito hoilam
ReplyDelete