বিশ্বকবি ঋষ্যশৃঙ্গ গুছাইত
--
বিশ্বকবি ঋষ্যশৃঙ্গ গুছাইত হাওড়া জিলাস্থিত বগুড়া গ্রামে ১৬১০ খ্রীঃ, ১৯শে পৌষ জন্মগ্রহণ করেন । পিতাঃ জনৈক গুছাইত, মাতাঃ ক্ষেমঙ্করী দেবী । জন্মক্ষণ হইতেই ঋষ্যশৃঙ্গ, তাঁহার অমিত প্রতিভার নিদারুণ ডেমো প্রদর্শন করিতে শুরু করেন – যাঁহার প্রমাণ –“কারো পৌষমাস কারো সব্বনাশ” বাক্যবন্ধটির মাধ্যমে অমর হইয়া রহিয়াছে ।
অমিত প্রতিভার অধিকারী ঋষ্যশৃঙ্গরে কোন বিদ্যালয় নিজ গন্ডিতে ধরিয়া রাখিতে পারে নাই । তর্কশাস্ত্রে অবিশ্বাস্য বুৎপত্তির কারণে মাত্র ৭ বৎসর বয়সকালে তিনি সমগ্র দেশজ টোল হইতে বিতাড়িত হইয়া হনলুলুদ্বীপে গিয়া নিজশিক্ষার ব্যবস্থা নিজেই করেন । পঞ্চদশ শতাব্দীর বিখ্যাত পত্রিকা “শারদীয়া তালপত্রে পিচিক” এ তাঁহার সাক্ষাৎকারে ব্যবহৃত এক অনন্য উক্তি আজো সমকালীন ও আমাদের পথিকৃৎ-- “শিক্ষা, ফিক্ষা, সাধোনা ফাদোনা নয়, পোতিভাই আসল, তেমন শিল্পি হলে বাওয়া-- রেশনের থলি দিয়েও দরবারী কানাড়া বাজানো যায়”। পঞ্চদশ শতকের বঙ্গদেশে চরম আধ্যাত্মিক অন্ধকার দূর্বিপাকের মধ্যে তাঁহার কবিতা যেন এক একটি জ্যোতির্শিখা । বিজ্ঞান ও সমাজ চেতনার সঙ্গে আধ্যাত্মিক দর্শন, প্রকৃতিপ্রেম ও চরম রোমান্টিক অন্তর্দর্শন মিলিয়া মিশিয়া এক হইয়া ভিষগরত্ন সুশ্রুতের বটিকার ন্যায় তাঁহার কবিতা এক নিরাময় হইয়া বঙ্গদেশের বাউল কপালে তিলকিত হইয়াছিল । তাঁহার কবিতার সুদূরপ্রসারী প্রভাব থেকে কোন মুখ্য কবিই নিষ্কৃতি পান নাই । তাঁহার বিখ্যাত সনেট “ একটি বিখ্যাত সনেট” নিম্নে দেয়া হইল
বল বীর—মম যৌবন নিকুঞ্জে দোষ কারো নয় গো মা
সাড়ে একান্ন মাইল শান্তকল্যান শাল্মলীবীথিডোবা-- পার করেগা ভোলেবাবা
দাঁতে ক্লোরোফিল নিয়ে ঘরে ফেরে হাইটেক বধূ – পাল্কী চলে
দুলকি চালে, ছিপ খান তিনদাঁড়, মাল্লারা একটি মোরগের গল্প বলে
পৃথিবী আমারে চায়, রেখ না বেঁধে আমায়–
বোতাম আটকে যদি ছেঁড়ে জামা ভুবনডাঙ্গায়
বাজে বঙ্গো বাজে বীণা- নীপবনে ধিনকিটি ধিনা
ছাঁই ঘেঁটে দেখে নিও মাগুরের পাপ ছিল কি-না
বিড়াল ও সেই সব শিয়ালেরা, পেঁচা ও পিতামহী
লাশকাটা ঘরে নিয়ে গেল পল্লবের স্তূপ ভোরের দয়েল পাখি
আয় তবে সহচরী হাতে হাতে বাতি নিয়া মেঘের কোলে
সূরঞ্জনা অই খানে যেয়োনাকো মহাপুরুষের উক্তির কোলাহলে
মনে রেখ এই তিথি এই পূণ্যমাস
যে করে ভাল কাজ তার হয় স্বর্গবাস
লক্ষণীয়, এই কবিতার প্রভাব বিভিন্ন যুগে বিভিন্ন কবির কবিতায় প্রতীয়মান – কাজী নজরুল ইসলাম-এর “বিদ্রোহী”, রবীন্দ্রনাথ ঠাকুরের “একাধিক কবিতা”, জীবনানন্দ দাশের “একাধিক কবিতা” (বিঃদ্রঃ রবীন্দ্রনাথ ঠাকুরের “একাধিক কবিতা” ও জীবনানন্দ দাশের “একাধিক কবিতা” এক নহে), রামপ্রসাদ সেনের শ্যামাসঙ্গীত ও গৌরীপ্রসন্ন মজুমদারের “আজ তোমার পরীক্ষা ভঅগবান” এই কবিতার দ্বারা অনুপ্রাণিত । এমনকী পঞ্চাশের দশকের কবি সুনীল গঙ্গোপাধ্যায় ও তুষার রায় ও এই কবিতা হইতে অনুপ্রাণিত হইয়া নিজ নিজ কবিতা রচনা করিয়াছেন ।
কবিতাটিতে উক্ত কিছু ইংরাজী শব্দ নিয়া পন্ডিতমহলে তর্ক রহিয়াছে—যাহার ফলস্বরূপ একশ্রেণীর পন্ডিতবর্গ এই কবিতাটিরে ঋষ্যশৃংগ গুছাইতের পঞ্চদশ শতাব্দীতে রচিত রত্নরাজির একটি হিসাবে দেখিতে নারাজ । পন্ডিত গোবর্ধন মহাপাত্রের মতে “হাইটেক” শব্দটি অত্যন্ত সমকালীন এক শব্দ যাঁহার প্রচলন ইংরাজী ভাষায় বিংশ শতাব্দীর পূর্বে হয় নাই – পন্ডিত হর্ষবর্ধন তলাপাত্রর মতে উহা এই প্রমাণ করে যে শ্রীঋষ্যশৃংগ তাঁহার সময়ের অন্তত ৪০০ বৎসর সম্মুখে বিরাজ করিতেন । প্রখ্যাত বিজ্ঞান-ভিত্তিক কবিতা সমালোচক বর্ধন পাত্রের মতে, এই কবিতায় “হাইটেক” শব্দটি আসলে পাছার ভুল, আদতে উহা “হাইটাক” । শ্রীবর্ধন পাত্রের এই থিয়োরির চরম বিরোধিতা করিয়া পন্ডিত গোবর্ধন মহাপাত্র বলেন-- স্ত্রীজাতির মাথায় টাক এক সোনার পাথরবাটি মাত্র । টাকের জিন “ওয়াই” ক্রোমোজমে অধিষ্ঠিত থাকে – অতএব “বধূর মাথায় টাক” থিয়োরি সর্বতোপ্রকারে ভ্রান্ত । বিজ্ঞানী বর্ধন পাত্র এই বক্ত্যব্যের চরম বিরোধিতা করিয়া বলেন – গোবরা শালা পাগোল, জিন থাকে প্রদীপে, ক্রোমোজমে বা যমের দূয়ারে নয় – নিজ সিদ্ধান্তের সমর্থনে ইনি শ্রদ্ধেয় কবি যতীন্দ্রনাথ সরখেলের “বঁধূর মাথায় টাক ছিল/ সেই টাকে তেল মাখ ছিল” কবিতাটির উল্লেখ করেন । “ক্লোরোফিল” শব্দ নিয়াও জল কম ঘোলা হয় নাই । তবে শ্রী বর্ধন পাত্র হেরোডেটাসের “ক্লোরোফিলিয়া ফিকান্ডিটিয়াস (তর্জমায়” সবুজদ্বীপের আদিরহস্য)” গ্রন্থটি হইতে লাইন বাই লাইন তুলিয়া প্রমান করেন – যে উক্ত শব্দ সৃষ্টির আদি হইতে বর্তমান ।
--------------
অরণ্যদেব পুরকায়স্থ ঃ পিতা কিট ওয়াকার , মাতা ডায়ানা পামার ওয়াকার ; আদি জন্ম আফ্রিকা মহাদেশে । সুন্দর বনে কুখ্যাত হার্মাদ “বোম বেটে খান”-এর মোকাবিলায় আসিয়া অরণ্যদেব স্থানীয় সুন্দরী বায়না আলমের "লভে" পড়িয়া পাকাপাকি ভাবে সন্দেশখালিতেই রহিয়া যান ও বিবাহপোলক্ষে “পুরো কায়স্থ” ধর্ম গ্রহণ করেন । আফ্রিকায় তাঁহার অস্থাবর সম্পত্তির মধ্যে “ডেভিল” নামক এক দন্তলুপ্ত নেকড়ে ও “তুফান” নামক এক বেতো ঘোড়া ছিল । ইহাদের মায়ায় কাতর অরণ্যদেব দেশীয় বনধিকার বোর্ডে একটি ঘোড়া ও নেকড়ে পোষ্য রাখিবার নিমিত্তে আবেদন করিয়া অকৃতকার্য হইয়া অবশেষে চোর বাজার হইতে একটি উটপাখির ডিমের অতিকায় ডেভিল কিনিয়া এক জার ফর্মালিনে রাখেন ও বিখ্যাত “লা ওঠ্যালা” কোম্পানি হইতে একটি মজবুত চায়ের কাপ ক্রয় করেন । কথিত, তাঁহার ফর্মালিন প্রিজার্ভিত ডিমের ডেভিল সময়ে অসময়ে দাঁত খিচাইয়া লোকজনকে ভয় দেখাইতে পারঙ্গম ছিল । ফর্মালিন ফুরাইয়া গেলে তাহাতে যার পর নাই ছত্রাকের সংক্রমণ হয় ও অরণ্যদেব দূরারোগ্য বোগদাদী দাদে আক্রান্ত হন । এই ভয়ানক দাদের কারণে ডুপ্লিকেট ঢোল কোম্পানীর মলম ক্রয় করিতে করিতে অরণ্যদেব সর্বস্বান্ত হইয়া খুলি আংটি বিকাইতে বাধ্য হন । ও অবশেষে “বোম বেটে খান”-এর দলে ভিড়িয়া বাংলা সিরিয়াল লিখিতে ও অভিনয় করিতে শুরু করেন । তাঁহার অভিনীত সিরিয়ালের মধ্যে “মীনা বাজার মে চীনা” অভূতপূর্ব সাফল্যের মুখ দেখিয়াছে । তাঁহার অপর জনপ্রিয় সিরিয়ালগুলি হইল-- "এক বৈশাখে দেখা হল দুজনায়" (উত্তপ্ত প্রেমভিত্তিক সিরিয়াল), "বাথরুমে হল পরিচয়" (সামাজিক অবক্ষয়-ভিত্তিক), এসেছে শ্রাবণমাস (কৃষি ভিত্তিক), "মন তাই ভাবছে" (মনস্তাত্বিক থ্রিলার), "কী জানি কি হয়" (আধিদৈবিক, আধিভৌতিক) । অরণ্যদেবের মুখোশ বঙ্গদেশের সেরা অভিনেতা হিসেবে গত দশ বৎসর "মাসিক আনন্দপোক" পত্রিকার তরফ হইতে প্রথম প্রাইজ-এর সম্মান পাইয়া আসিতেছে ।
No comments:
Post a Comment