কেন এই পাতা

পানুর ইচ্ছা, লেখক হইবেন । বাঙালি, লেখক না হইতে পারিলে নমো নমো করিয়া পাতের সংস্থান যদি বা হয় জাত রক্ষা হয় না - যথা আঁটকুড়া কুলীন । পানু বিস্তর পরিশ্রম করিলেন । দিস্তা দিস্তা রচনাবলী, অমনিবাস চিবাইলেন । প্রথমে কাব্য টানিয়াছিল, কারণ রস - রসে পাঁউরুটি ভিজিল না । পানু ঘটা করিয়া কিছুদিন রবীন্দ্রসঙ্গীত লিখিলেন (ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতিরম্যায়, আট হাজার বাষট্টি টাকার দরজা, খর্চা কে দ্যায় ! অথবা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চৌমাথার মোড়ে দিব পেন্টুল খুলিয়া) হাউ হাউ করিয়া লোকে মারিতে আসিল । সমস্ত অবজ্ঞা করিয়া পানু লিখিয়া চলিলেন । যদ্যপি পানুর কলমের তোড়ে কাব্যলক্ষী কোঁ কোঁ, সম্পাদকের দপ্তরে চিঁড়া ভিজিল না । অতঃপর পানুর দুঃখে ব্যাবেজ সায়েব কম্পিউটার আবিষ্কার করিলেন । বাজারে ব্লগ আসিল । পানু ব্লগার হইলেন । এই পাতা পানুর পাতা । যা তা ।

Thursday, December 27, 2012

Fecundity = Craptual capacity


ফিকান্ডিটি= ক্র্যাপচ্যুয়াল ক্যাপাকাইটি

পানু কোল্কাতা গেচিল, ওনেক কবিতা পড়িলো—পত্রে, পত্রিকায়, এমনকী বই । বড় বড় হনু হনু কবিতা, বাংঙ্গালার বিক্যাত বিক্যাত কবি—যেনারা পোচুর লেকেন, খালি লেকেন, ল্যাপ্টপ দাঁতে জুলিয়ে গ্রাম, বাদা, বনের কবিতা লেখেন, ব্রকোলি ও চানাচুর খেয়ে হাগতে হাগতে পারফিউমের কতা লেকেন, বাহ্যি হারিয়ে সামাজিক কবিতা লেকেন, অক্লান্ত লেকেন, বই করেন আর উতসর্গ করেন । পানু সোতসাহে সেই সব বই পড়িতে বসিল – তারপর ওভিভুতো হয়ে এই ছড়া ...
-----------------------
দাও ফিরে সে অরণ্য, লও এ নগর
বাদুড় ঝুলাও গাছে, ভাগাও টগর
প্ল্যানিং করিয়া পুঁতো মহুয়ার বিথী
বালের চালের প্রতি কে-বা রাখি প্রীতি

ধানজমি, পাটজমি, হোক উতখাত
মোলাসেস চাই মামু, ভরে দাও আখ
বিরিয়ানি বার্গার বৃক্ষে ঝুলুক
সেলফোন, আইপড শস্য ফলুক

তাল-খেজুরের গাছে বানাও টাওয়ার
খেজুর বহাল হবে মিনি মাগনার
তাড়ি ক্কে তাড়ি আর বাতা ক্কে বাত
নেশা বিনি হরিধ্বনি-- বিকালে প্রভাত

গুচি-ছাপ লুচি দিও, ছানার পায়েস
ধাড়ি ধাড়ি হানাবাড়ি—করিব আয়েস
প্রতিভা কেড় না প্রভু, পাঠকেরে রাখো
অলিভ তৈলে কছু হাতি মাখো মাখো

রেখো আইরিশ কফি হন্ডিকা ভরি
বাত রেখো লাত রেখো, ডাঁটা চচ্চড়ি
উতসর্গ মুতসর্গ ঢকাঢক ফেকো
সিনামোন বাথরুমে ফিনাইল রেখো

ব্র্যান্ডেড রিং যথা পরে শকুমাসী
অ্যামনিশিয়ার ভারে হয় অনাবাসী
অতখানি উদাসীন আম্মো মহৎ
গরিবের তরে রেখো দশচাকা রথ

দাও ফিরে সে অরণ্য, লও এ নগর
গুন্ডিকয় স্বল্পচীর পাঠিকা ডাগর
আন্ডা-বাচ্চা নৈব নৈব নো দায়িত্ব ভার
অশেষ প্রতিভা দিও ভালোবাসিবার

আহা বেশ বেশ বেশ, কানাই বল, বলাই বল, ঢিপ, ঢিপ ...