কেন এই পাতা

পানুর ইচ্ছা, লেখক হইবেন । বাঙালি, লেখক না হইতে পারিলে নমো নমো করিয়া পাতের সংস্থান যদি বা হয় জাত রক্ষা হয় না - যথা আঁটকুড়া কুলীন । পানু বিস্তর পরিশ্রম করিলেন । দিস্তা দিস্তা রচনাবলী, অমনিবাস চিবাইলেন । প্রথমে কাব্য টানিয়াছিল, কারণ রস - রসে পাঁউরুটি ভিজিল না । পানু ঘটা করিয়া কিছুদিন রবীন্দ্রসঙ্গীত লিখিলেন (ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতিরম্যায়, আট হাজার বাষট্টি টাকার দরজা, খর্চা কে দ্যায় ! অথবা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চৌমাথার মোড়ে দিব পেন্টুল খুলিয়া) হাউ হাউ করিয়া লোকে মারিতে আসিল । সমস্ত অবজ্ঞা করিয়া পানু লিখিয়া চলিলেন । যদ্যপি পানুর কলমের তোড়ে কাব্যলক্ষী কোঁ কোঁ, সম্পাদকের দপ্তরে চিঁড়া ভিজিল না । অতঃপর পানুর দুঃখে ব্যাবেজ সায়েব কম্পিউটার আবিষ্কার করিলেন । বাজারে ব্লগ আসিল । পানু ব্লগার হইলেন । এই পাতা পানুর পাতা । যা তা ।

Monday, December 24, 2012

খাপছাড়া

সেদিন শুভ্র, আর্যনীল আর নীলাব্জ চলতে চলতে একটা আধখাওয়া হোর্ডিং আমি পড়লাম আদি হুডিনি বস্ত্রালয় এরপর স্বাভাবিক প্রশ্নরাজার পোষাক কী এখান থেকেই ? পরলেই কী খুলে আসবে ? ইত্যাদি, প্রভৃতি ...

প্রচুর হই এবং হুল্লোড়... অবশেষে আবার লক্ষ্ণৌ

কটা গানের কলি মাথায় আসছে

বন্ধ হলেও কথা জারি
 চলবে মাথায় ইমেজারি
তোদের সাথে ভাব না থাকুক
চলতি আড়ি থাকবে...

2 comments:

  1. Sabya abar onekdin pore elam, byapok anondo pelam kolkata firti lekha pore . Abaro adda debar jonyo unmukh hoye thaklam .

    ReplyDelete
  2. sanchitadi, thank you... kaurab paaThochakro-r din khub enjoy korechhi...eto sundar sab kabitaa shunlaam...
    bhaalo thaakben

    ReplyDelete