ইন্দ্রিয়র ভ্রান্তি থেকে এলে
ঘর দোর শিরা ও মগজ
গুছিয়ে তোলার কালে
আমাকে দেখালে সংশয় কীভাবে
ম্যাচিওর করে তোলে মদ ও মানুষ
জন্মের স্ট্রাকচার ফাটিয়ে এসে অর্জন করে
ব্যথা ও সংবেদ
বিশ্বাসীর সব আছে --
প্রত্যয় আছে, প্রতিক্রিয়াও আছে
শুধু ব্যথা নেই
অতিক্রম নেই
ঈশ্বর নেই
প্রত্যয় আছে, প্রতিক্রিয়াও আছে
শুধু ব্যথা নেই
অতিক্রম নেই
ঈশ্বর নেই
No comments:
Post a Comment