কেন এই পাতা

পানুর ইচ্ছা, লেখক হইবেন । বাঙালি, লেখক না হইতে পারিলে নমো নমো করিয়া পাতের সংস্থান যদি বা হয় জাত রক্ষা হয় না - যথা আঁটকুড়া কুলীন । পানু বিস্তর পরিশ্রম করিলেন । দিস্তা দিস্তা রচনাবলী, অমনিবাস চিবাইলেন । প্রথমে কাব্য টানিয়াছিল, কারণ রস - রসে পাঁউরুটি ভিজিল না । পানু ঘটা করিয়া কিছুদিন রবীন্দ্রসঙ্গীত লিখিলেন (ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতিরম্যায়, আট হাজার বাষট্টি টাকার দরজা, খর্চা কে দ্যায় ! অথবা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চৌমাথার মোড়ে দিব পেন্টুল খুলিয়া) হাউ হাউ করিয়া লোকে মারিতে আসিল । সমস্ত অবজ্ঞা করিয়া পানু লিখিয়া চলিলেন । যদ্যপি পানুর কলমের তোড়ে কাব্যলক্ষী কোঁ কোঁ, সম্পাদকের দপ্তরে চিঁড়া ভিজিল না । অতঃপর পানুর দুঃখে ব্যাবেজ সায়েব কম্পিউটার আবিষ্কার করিলেন । বাজারে ব্লগ আসিল । পানু ব্লগার হইলেন । এই পাতা পানুর পাতা । যা তা ।

Saturday, May 28, 2011

গন্ডারের সহিত কমুনিকেশান ; বাই শ্রী গদাই লস্কর

ব্লগ খুলেচি দেখে গদাই পুলকে পালক । দীর্ঘক্ষণ চুলকে ফুলকে বললে -- দাদা আমার লেখা দু'একটা কী মার্কেটে যাবে না ?
বিস্তর ঝুলোঝুলি ! বাধ্য হয়ে এই পোস্ট ; চোকে ছোট দেখলে ইমেজ ফাইলে ক্লিক করুন অন্য জানলায় আতশকাচ রয়েচে -- গোদা দেকাবে ।

2 comments:

  1. আহা,এই পাত খান তো বাঁধাইয়া রাইখতে হইব। তবে গণ্ডারের পিছনে চড়নের আগে অনেকেই বেডপ্যানে সহমত হয়েন। আর গদাই-রে কইয়ো,ঠাকুর গদাধরও মুজো পরেন নাই ।

    ReplyDelete
  2. taai to ! taai to ! taai aapaamor bangali-re shala/baanchot bollileo tini kodaapi unparliamentary hon naai... :-)

    ReplyDelete