পরামাণিকের পো, যারে কয়
স্বভাব-কবি। ছুতোরকে দেখলে এই বলল-- “ওরে ও ভাই
ছুতোর/ তোর কিসের চাপান উতোর”, তো ওই রোগা
কামারকে দেখে ফুট কাটলো-- “সোনাই পোনাই কামার/ হাপর কি
তোর মামার?/ক্যাংটা হাতে পেটাস লোহা/ শব্দ বেরোয় তামার”।
পাড়ার গয়লা কালো, কবি না হলেও
কবিতা পড়ে, প্রিয় কবি শ্রী শ্রী অবোধ সরকার। একদিন, তাকেও পরামাণিকের পো দিয়ে বসল
খোটা—“মিশকালো গয়লা, গায়ে বড় ময়লা”।
গয়লা তো ক্ষেপে যাকে বলে ক্ষীণ! সেও গলা কাঁপিয়ে রিটালিয়েট করল –“নাপিতের
পোঙ্গায় ডান্ডা”! পরামাণিক তো হেসে খুন, বলে – “মিললো
না তো”। গয়লা বললো—“তাতে
কী? লাগলো তো?”
No comments:
Post a Comment