বসন্তপর্যায়
গেল আমাকে করলে না তুমি ভালো
দীর্ঘ ও কঠিন হয়ে ওঠা এই
প্রাক্কালে
ইউরিনাল থেকে
মোরগ ডাকছে—অভিলাষ অভিলাষ
এত বৃষ্টি হয়
আর এত সমস্যা জীতে জাগতে ভেলোরের
টিকিট কাটে রঞ্জন
কাটে রশ্মিও কাটে
মশারি খুলে
চুপিসাড়ে পর্দার ফাঁক দিয়ে
চারিয়ে নেয়
ভাষা
সে তো বোবা ও
বধির
কাঠের ঈঙ্গিতে
কশাইকে বলে—চর্বির
লেয়ারটা থাক বুঝলে
মধু মাখানো
হলে জোর তাপে ওটাই ক্যারামেল
ভেতরে টসটসে
বাইরে কড়ুয়া ক্রাস্ট
আমাকে করলে
না ভালো
ভালো করলে না
রে ভাই এই বাঞ্চোত বসন্তে
ফ্রীজার
খুলতেই বেরিয়ে পড়লো একটা তুন্দ্রাবন
তন্দুর থেকে মোরগ
ডাকছে—অভিলাষ অভিলাষ
No comments:
Post a Comment