কেন এই পাতা

পানুর ইচ্ছা, লেখক হইবেন । বাঙালি, লেখক না হইতে পারিলে নমো নমো করিয়া পাতের সংস্থান যদি বা হয় জাত রক্ষা হয় না - যথা আঁটকুড়া কুলীন । পানু বিস্তর পরিশ্রম করিলেন । দিস্তা দিস্তা রচনাবলী, অমনিবাস চিবাইলেন । প্রথমে কাব্য টানিয়াছিল, কারণ রস - রসে পাঁউরুটি ভিজিল না । পানু ঘটা করিয়া কিছুদিন রবীন্দ্রসঙ্গীত লিখিলেন (ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতিরম্যায়, আট হাজার বাষট্টি টাকার দরজা, খর্চা কে দ্যায় ! অথবা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চৌমাথার মোড়ে দিব পেন্টুল খুলিয়া) হাউ হাউ করিয়া লোকে মারিতে আসিল । সমস্ত অবজ্ঞা করিয়া পানু লিখিয়া চলিলেন । যদ্যপি পানুর কলমের তোড়ে কাব্যলক্ষী কোঁ কোঁ, সম্পাদকের দপ্তরে চিঁড়া ভিজিল না । অতঃপর পানুর দুঃখে ব্যাবেজ সায়েব কম্পিউটার আবিষ্কার করিলেন । বাজারে ব্লগ আসিল । পানু ব্লগার হইলেন । এই পাতা পানুর পাতা । যা তা ।

Thursday, October 16, 2014

বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো



বসন্তপর্যায় গেল আমাকে করলে না তুমি ভালো

দীর্ঘ ও কঠিন হয়ে ওঠা এই প্রাক্কালে
ইউরিনাল থেকে মোরগ ডাকছেঅভিলাষ অভিলাষ

এত বৃষ্টি হয় আর এত সমস্যা জীতে জাগতে ভেলোরের
টিকিট কাটে     রঞ্জন কাটে   রশ্মিও কাটে
মশারি খুলে চুপিসাড়ে পর্দার  ফাঁক দিয়ে
চারিয়ে নেয় ভাষা
সে তো বোবা ও বধির
কাঠের ঈঙ্গিতে
কশাইকে বলেচর্বির লেয়ারটা থাক বুঝলে
মধু মাখানো হলে জোর তাপে ওটাই ক্যারামেল
ভেতরে টসটসে বাইরে কড়ুয়া ক্রাস্ট

আমাকে করলে না ভালো
ভালো করলে না রে ভাই এই বাঞ্চোত বসন্তে
ফ্রীজার খুলতেই বেরিয়ে পড়লো একটা তুন্দ্রাবন

তন্দুর থেকে মোরগ ডাকছেঅভিলাষ অভিলাষ

No comments:

Post a Comment