কেন এই পাতা

পানুর ইচ্ছা, লেখক হইবেন । বাঙালি, লেখক না হইতে পারিলে নমো নমো করিয়া পাতের সংস্থান যদি বা হয় জাত রক্ষা হয় না - যথা আঁটকুড়া কুলীন । পানু বিস্তর পরিশ্রম করিলেন । দিস্তা দিস্তা রচনাবলী, অমনিবাস চিবাইলেন । প্রথমে কাব্য টানিয়াছিল, কারণ রস - রসে পাঁউরুটি ভিজিল না । পানু ঘটা করিয়া কিছুদিন রবীন্দ্রসঙ্গীত লিখিলেন (ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতিরম্যায়, আট হাজার বাষট্টি টাকার দরজা, খর্চা কে দ্যায় ! অথবা, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চৌমাথার মোড়ে দিব পেন্টুল খুলিয়া) হাউ হাউ করিয়া লোকে মারিতে আসিল । সমস্ত অবজ্ঞা করিয়া পানু লিখিয়া চলিলেন । যদ্যপি পানুর কলমের তোড়ে কাব্যলক্ষী কোঁ কোঁ, সম্পাদকের দপ্তরে চিঁড়া ভিজিল না । অতঃপর পানুর দুঃখে ব্যাবেজ সায়েব কম্পিউটার আবিষ্কার করিলেন । বাজারে ব্লগ আসিল । পানু ব্লগার হইলেন । এই পাতা পানুর পাতা । যা তা ।

Wednesday, September 14, 2011



তিমির ! ডাকলে-- নিহিত পাখিরা নেমে আসে
এই ব্যালকনি নিরত আমার
ঘুরে ওঠা সিঁড়ি
ভিতরতলী হয়ে শালবন নেমে গেছে রীতিবিচ্যুত
ভাবি চোখ, ভাবি দেখা
সীমান্ত থেকে আয়নায় চোখ রাখা
ভাবি মুখ, ভাবি দীর্ণতা
ভাবি কত ভালো তুমি
তোমার চেয়েও ভালো তোমার মুখোস
চোখ গলে গলে তিমিরই তো খসে
তিমির ! ডাকলে-- নিহিত পাখিরা নেমে আসে

4 comments:

  1. তোমার এই গানগুলি ফেসবুকে শেয়ার দেয়া যাবে তো? আপত্তি নেই তো?

    ReplyDelete
  2. দারুণ গেয়েছিস। মনে হচ্ছিল পানু নয়, সুমন গাইছে।

    ReplyDelete
  3. Dolon, Sanchita, thanku thanku....

    Barinda,
    eibaar nyaj fule kolaagaachh hoye Jaabe kintu :-)

    ReplyDelete